Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআগুনে ভস্মিভূত এক গৃহস্থের বসত ঘর সহ ঘরে থাকা আসবাবপত্র । ঘটনা...

আগুনে ভস্মিভূত এক গৃহস্থের বসত ঘর সহ ঘরে থাকা আসবাবপত্র । ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার মহারানী পুরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩ নং ওয়ার্ডে, সোমবার দুপুর নাগাদ

খবরে জানা যায়,, সোমবার দুপুর নাগাদ মহারানীপুর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩নং ওয়ার্ড এলাকার বাসিন্দা বিকাশ রায়ের বাড়িতে এলাকার লোকজন প্রত্যক্ষ করে অগ্নিসংযোগ ঘটেছে। এতে ভষ্মিভূত হয়ে যায় ওই ব্যাক্তির বসত ঘর সহ ঘরে থাকা আসবাবপত্র। পরবর্তীতে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর এলাকাবাসীদের সহযোগিতায় আগুন আয়ত্তে আনে। তবে কিভাবে অগ্নিসংযোগ হয়েছে তা নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে। বিকাশ রায়ের পরিবার সূত্রে জানা গেছে,, এই অগ্নিসংযোগের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষাধিক টাকা। বাড়ির মালিক বিকাশ রায়ের স্ত্রী অভিযোগ করে জানিয়েছেন,, বিগত বেশ কিছুদিন ধরে উনার বাড়িতে কে বা কাহারা রাতের অন্ধকারে ৫০০০ টাকা দাবি করে বাড়ির বাথরুমে লিখে দিয়ে গেছে, যদি পাঁচ হাজার টাকা না দেওয়া হয় তবে বিকাশ রায়ের ছেলের মাথা কেটে নিয়ে যাওয়া হবে। রাতের অন্ধকারে ঘরের দরজায় কে বা কাহারা কড়া নাড়ে। যদিও এলাকাবাসী সূত্রে জানা গেছে,, বিকাশ রয়ের বাড়ির কোন এক নিকট আত্মীয়ই এই ঘটনাগুলো সংঘটিত করে আসছে। তবে যাই হোক সোমবার দুপুরে আচমকাই অগ্নিসংযোগের ফলে সর্বস্ব হারিয়েছে বিকাশ রায় নামের ওই ব্যাক্তি। এই অগ্নি সংযোগের ঘটনায় যথেষ্ট রহস্য লুকিয়ে রয়েছে বলে মনে করছে এলাকাবাসীরা।



RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য