গোপন খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলার পুলিশ সুপার অফিস থেকে আশীষ কুমার সাহা ও কলমচৌড়া থানার এস আই ডেভিড ডালং এবং শম্ভু লুথ এর নেতৃত্বে পুলিশ ও টি এস আর বাহিনীকে নিয়ে কলমচৌড়া থানাধীন উত্তর কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের বড়মুড়া এলাকার মিজান মিঞার ঘরের সিলিং এর উপর থেকে লুকানো ৯৫৭টি এস কফ এবং একটি নীল ড্রাম এ ৩১কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশের।এই অভিযান শনিবার রাত ৭ ঘটিকা থেকে ৯ ঘটিকা পর্যন্ত টানা দুই ঘণ্টা অভিযান চালিয়ে মোট ৬ টি পেটিতে ৯৫৭টি এস কফ এবং একটি ড্রামে মোট ৩১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে।যার বাজারজাত মূল্য প্রায় ৭ লক্ষ টাকা হবে বলে জানান।পুলিশের এই অভিযান ঘিরে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ও থমথমে পরিবেশ।সোনামুড়া মহাকুমা জুড়ে গত কিছু দিন ধরে গাঁজা গাছ কেটে পুড়িয়ে সাফ করে দেওয়া থেকে শুরু করে বাড়িতে গিয়ে বিভিন্ন নেশা সামগ্রীর অভিযান অব্যাহত।তবে পুলিশ এদিনের নেশা বিরোধী অভিযানে কাউকে আটক করতে না পারলেও বাড়ির মালিক মিজান মিঞা নামে কলমচৌড়া থানা একটি এন ডি পি এস অ্যাক্ট ধারায় মামলা করা হয়।বাড়ির মালিক মিজান মিঞা বর্তমানে পলাতক,এখন দেখার বিষয় পুলিশ মামলা হাতে নিয়ে সঠিক তদন্ত করে কিনা সেটাই দেখার বিষয়।



