শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া করইলং স্কুল চৌমুহনী এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় দোষীদের বিচার চেয়ে রবিবার এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে তেলিয়ামুড়া থানার ও.সি নিকট এক ডেপুটেশন প্রদান করলো সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি।
খবরে প্রকাশ, শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানাধীন করইলং স্কুল চৌমুহনী এলাকায় সিপিআইএম ছাত্র যুব সংগঠনের এক পথসভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এতে গাড়ি ভাংচুর সহ দলীয় কর্মী সমর্থক রক্তাক্ত হয়। দুই দলের সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হয় দুই পুলিশ কর্মী। এক্ষেত্রে উভয় রাজনৈতিক দলের পক্ষ থেকে মামলা এবং পাল্টা মামলা করা হয় তেলিয়ামুড়া থানায়। এদিকে দোষীদের শাস্তি চেয়ে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে তেলিয়ামুড়ায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে তেলিয়ামুড়া থানার ও.সি’র নিকট ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া বলেন, প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি প্রদান করতে হবে। ডেপুটেশন শেষে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ে ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানান দেওয়া হয় তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী নয় নভেম্বর ছাত্র যুবদের সমাবেশ তেলিয়ামুড়ায় হচ্ছে।



