ত্রিপুরা রাজ্যের রিয়াং জনজাতি সম্প্রদায়ের মানুষজনরা জুম চাষ বা স্থানান্তর চাষে বিশ্বাসী।এই জুম চাষের মাধ্যমে তারা রুটির রুজির সন্ধ্যান করে থাকে। এই জুম চাষকে কেন্দ্র করে রিয়াং জনজাতি মানুষজনেরা এক টিলা থেকে অন্য টিলায় স্থান পরিবর্তন করে জুম চাষের জন্য। এই জুম চাষ করে তারা জীবন জীবিকা নির্বাহ করে থাকে। মূলত রিয়াংরা অন্যের উপরে নির্ভরশীল থাকতে চায় না। রিয়াং জনজাতির জীবন শৈলীর সাথে জুম চাষ অঙ্গা অঙ্গীভাবে জড়িত। এবছর জুমিয়ারা জুমের ফসল কেটে ঘরে তুলেছেন। কিন্তু ওইসব জুমিয়ারা অর্থাৎ রিয়াং জনজাতি অংশের মানুষজনরা বছরের একটা সময় ধুম ধামের সাথে পূজার্চনা করে থাকে। কারণ, আগামী বছর যাতে জুমের ফসল ভালো ফলন হয় এবং পরিবারের লোকজনেরা যাতে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে। এমনই এক বিরল দৃশ্য প্রত্যক্ষ করা গেলেও মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের কাঁকড়া ছড়া এডিসি ভিলেজের হাজরা পাড়া এলাকায়। এই এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল প্রতিমা বিহীন একটি বাসের টুকরোকে প্রতিমা রূপে অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সহিত পূজার্চনায় ব্যস্ত তারা। এই পূজার্চনাতে রিয়াং জনজাতিদের মুরুলরা আসে। তাদের জিজ্ঞাসা করতে তারা জানায়, এই বছরের জুম চাষতো চলে গেল, আগামী বছর জুম চাষের যাতে ভালো ফলন হয় তার জন্য ভক্তি যুক্ত মনে তারা পূজার্চনা করছে। রিয়াং জনজাতি অংশের মানুষজনরা পূজার্চনাতে বিশ্বাসী। কিন্তু তারা বিজ্ঞান পদ্ধতিতে জুম চাষ করতে নারাজ।



