Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদনেশা সামগ্রী আটকে বড়োসড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ

নেশা সামগ্রী আটকে বড়োসড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ

নেশা সামগ্রী আটকে বড়সড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। ৪ নভেম্বর সাত সকালে আসাম থেকে রাজ্যের রাজধানীর উদ্দেশ্যে যাওয়া ছোট গাড়ি থেকে আমবাসা থানার পুলিশ উদ্ধার করে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ১৩ টি প্যাকেটে থাকা ১৫০ গ্রাম হেরোইন। দুটি মিলিয়ে যার বর্তমান বাজার মূল্য ৩৫ লক্ষাধিক টাকা। জানা গেছে,৪ নভেম্বর সকালে আমবাসা বেতাগান স্থিত পুলিশের নাকা পয়েন্টে গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতেই বিপুল অর্থের নেশা সামগ্রী পুলিশের হাতে উঠে আসে। পুলিশ ছোট গাড়ি নম্বর এম জেড ০১ কে ৭০০৯(MZ01 K-7009)এবং চালক শাহারুল ইসলামকে আটক করে। নাকা পয়েন্টে নেশা সামগ্রী আটককালে উপস্থিত ছিলেন আমবাসা থানার ওসি অনুপম দাস,মহকুমা পুলিশকর্তা সুমন মজুমদার সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা। নেশা সামগ্রী উদ্ধার নিয়ে ধলাই জেলা সদরে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে পুলিশের সাফল্য তুলে ধরেন ধলাই জেলা পুলিশ প্রধান রমেশ যাদব। তিনি বলেন,বিগত ১০ মাসে আমবাসা নাকা পয়েন্টে মোট ৩০ হাজার ১৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। নাকা চেকিংএ থাকা পুলিশের কর্মী অফিসাররা এই কাজটি করেছে। সাথে ৪৩১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে বহিরাজ্যে চলে যাওয়া বাংলাদেশী সাত রোহিঙ্গা শরণার্থীদের। আমবাসা বেত বাগানস্হিত পুলিশের নাকা চেকিং পয়েন্টে যে সকল পুলিশের কর্মী অফিসাররা দায়িত্ব পালন করছেন। তাদের প্রত্যেককে জেলা পুলিশ সুপার ধন্যবাদ জানান। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গঠনের প্রয়াসকে পুলিশের কর্মী অফিসাররা যথেষ্ট তৎপরতার সাথে এগিয়ে নিচ্ছে। এতে এক কদম এগিয়ে আমবাসা থানায় কর্মরত পুলিশের ভাইয়েরা। যার প্রমাণ বিগত ১০ মাসে এবং ৪ নভেম্বরের সাফল্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য