৩ নভেম্বর বিকাল ৪ টায় আমবাসা থানা এলাকার বেতবাগান স্হিত নাকা পয়েন্টে আমবাসা থানার পুলিশ সাতজন বাংলাদেশি রোহিঙ্গাকে আটক করে। যাদের মধ্যে তিনজন মহিলা এবং চারজন পুরুষ। আমবাসা থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা হলেন ইকবাল হুসেন ৬০,আব্দুল গফুর ৩০, আজিমুল্লা ২২, এম ডি জাহাঙ্গির আলম ২০,জনৃনত আরা ২১, সাদিয়া বেগম ১৮,দিল বাহার বেগম ৪৫। জানা গেছে সাত রোহিঙ্গাই চট্টগ্রামের কুটুপালন ক্যাম্পের বাসিন্দা। তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চলছে আমবাসা থানায়। মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার বলেন,বিকাল চারটা নাগাদ আমবাসা পুলিশের নাকা পয়েন্টে ছোট একটি গাড়িকে আটক করতেই নাকা পয়েন্টের পুলিশের সন্দেহ হয়। গাড়িতে থাকা সাতজনকে কোথা থেকে আসছে জিজ্ঞেস করতেই বেরিয়ে আসে তারা সবাই রোহিঙ্গা। থানায় এনে তাদের চেকিং করতেই বেরিয়ে আসে,প্রত্যেকের সাথেই ভারতীয় আঁধার কার্ড রয়েছে। তবে,তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরই পুরু বিষয় জানা যাবে।



