বৃহস্পতিবার রাত দুইটা নাগাদ খোয়াই চরগণকি এলাকার বিমানবন্দর সংলগ্ন বাসিন্দা শেখর সিং নামে এক ব্যক্তির বাড়িতে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করে যদিও সেই বোমার আঘাতে কেউ আহত হয়নি। এই ঘটনা টের পেয়ে ওই বাড়ির মালিক এবং আশেপাশের লোকজন সম্মিলিত ভাবে যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন দুষ্কৃতীরা বাইকে করে সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথে এই ঘটনার খবর খোয়াই থানাতে জানানো হলে সাথে সাথে খোয়াই থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং এই ঘটনায় তদন্ত শুরু করেন। এই ঘটনা টিকে কেন্দ্র করে বিরোধী দল কংগ্রেস শাসক দল বিজেপির দিকে আঙ্গুল তুলছে। পুলিশ যদি ও ঘটনার সুষ্ঠু তদন্ত করছেন। এবার প্রশ্ন হল এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার জনগণ বলতে শুরু করেছেন কি কারণে রাতের আঁধারে অজ্ঞাত দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করল পুলিশের সঠিক তদন্তে এই বিষয়টা খোলাসা হতে পারেকি। পুলিশ যদিও এই বিষয়টি নিয়ে তদন্ত করে বোমা তে ব্যবহৃত মাল মসলার ধ্বংসাবশেষ কিছু পেয়েছেন। যদিও খোয়াইয়ে রাজনীতি বিশ্লেষকদের অভিমত দুষ্কৃতীরা রাজনৈতিক বাতাবরণের পারদ চরানোর জন্য এই কর্মকান্ডটি ঘটিয়েছে। কারণ সামনেই 2023 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে সব কয়টি রাজনৈতিক দল নির্বাচন টিকে পাখির চোখ করে রেখে আশার আলো দেখতে শুরু করেছেন। কিন্তু খোয়াই এর বুদ্ধিজীবী মহল এইরকম বোমা আতঙ্ক আশা করছেনা। এখন দেখার বিষয় এই বোমা আতঙ্ক থেকে খোয়াই বাসিকে স্বস্তি দিতে খোয়াই পুলিশ প্রশাসন আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই দেখার বিষয়



