Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরাতব্যাপি এলাকার মানুষজনদের দল মত নির্বিশেষে খোয়াই-তেলিয়ামুড়া সড়ক পথ অবরোধ

রাতব্যাপি এলাকার মানুষজনদের দল মত নির্বিশেষে খোয়াই-তেলিয়ামুড়া সড়ক পথ অবরোধ

দীর্ঘদিন ধরেই খোয়াই তেলিয়ামুড়া সড়ক ধরে বিভিন্ন বড় গাড়ি (ডাম্পার) দিয়ে পাথর পরিবহন করা হচ্ছে। প্রায় সময়ই সাধারণ মানুষের তরফ থেকে এ নিয়ে বিস্তর অভিযোগ সামনে আসছিল। সাধারণ মানুষদের অভিযোগ এই গাড়িগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্নভাবে রাস্তার মধ্যে ফাটল তৈরি হচ্ছে এবং সার্বিকভাবে ভিতির পরিবেশ তৈরি হচ্ছে। কিন্তু এরপরেও প্রশাসন থেকে দীর্ঘদিন এই ব্যাপারে কর্ণপাত করা হয়নি। অবশেষে আজ ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে সাধারণ মানুষরা দলমত নির্বিশেষে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হয়। ঘটনা, কল্যানপুর থানাধীন বাগান বাজারের মুরদা বস্তি এলাকায়। বুধবার গোটা রাতব্যাপি এলাকার মানুষজনরা দল মত নির্বিশেষে খোয়াই-তেলিয়ামুড়া সড়ক পথ অবরোধ করে বসে। এলাকাবাসীরা সম্মিলিতভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ করতে গিয়ে বলতে থাকেন বড় বড় পাথর বোঝাই গাড়িগুলা যখন রাস্তা দিয়ে যায় তখন রাস্তা সন্নিহিত বাড়িঘর রীতিমতো কাঁপতে থাকে, শুধু তাই না সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে এই গাড়িগুলো যাওয়ার ফলে রাস্তার মধ্যে বড় বড় ভাঙ্গন তৈরি হচ্ছে যা যে কোন সময় মারাত্মক বিপদের তৈরি হতে পারে বলে সাধারণ মানুষের আশঙ্কা। আর তারা আরো আশঙ্কিত কারণ খোয়াই নদী পার্শ্ববর্তী অবস্থায় থাকায় যেকোনো সময় বিপদ মারাত্মক আকার ধারণ করতে পারে।
গোটা রাত ব্যাপী এই অবরোধের ফলে রাস্তার দুই ধারে প্রচুর যানবাহন আটকে পড়ে। এই ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ গভীর রাতে ঘটনাস্থলে ছুটে গেলেও অবস্থা নিয়ন্ত্রণ করতে পারেনি। সাধারণ মানুষরা উচ্চ আধিকারিকদের সাথে কথা বলার দাবিতে অনড় থাকেন। শেষে এদিন রাতেই খোয়াই থেকে NH -এর আধিকারিকরা এসে প্রতিশ্রুতি দেয় যে আগামীকাল তাদের বড় সাহেবদের নিয়ে এসে রাস্তার কাজ সারাই করা হবে যদিও গ্রামবাসীরা তাতে নারাজ। শেষ সংবাদ লেখা পর্যন্ত বৃহস্পতিবার দিন পর্যন্তও খোয়াই-তেলিয়ামুড়া সড়কে অবরোধ চলছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য