Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপাচারকালে আটক অবৈধ গাজা

পাচারকালে আটক অবৈধ গাজা

আবারো পাচারকালে আটক বিপুল পরিমাণ অবৈধ গাজা। প্রায় প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় অভিনব কায়দায় গাঁজা পাচারকারীরা গাঁজা পাচার করার চেষ্টা করে এবং পুলিশের হাতে আটক হয়। আবারো বাশ বুঝাই লরির মধ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে হাতেনাতে ধরা পরল বহির রাজ্যের এক লরি চালক সের সিনহা নামে এক ব্যক্তি। ঘটনা, বুধবার তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে। জানা যায়, বুধবার তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি নাকা চেকিংয়ে অন্যান্য দিনের মতো ভেহিকেল চেকিং -এ বসে তেলিয়ামুড়া থানার পুলিশ। ভেহিকেল চেকিং করার সময় সন্দেহমূলক ভাবে HP 17 E 7113 নম্বরের বহিরাজ্যের একটি বাশ বুঝায় লরিকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসলে লড়ির চালককে গাড়ির মাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পুলিশের সামনে গাড়িতে গাজা রয়েছে বলে স্পষ্টভাবে পুলিশকে জানিয়ে দেয় ওই লরি চালক সের সিনহা। পরবর্তী সময় পুলিশ গাড়িটিকে তেলিয়ামুড়া থানার সামনে এনে তল্লাশি চালিয়ে ১১৯ প্যাকেট অর্থাৎ ১,১৯০ কেজি অবৈধ শুকনো গাজা সহ বহিরাজ্যে ওই চালককে আটক করে। জানা যায়, আটককৃত গাজার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা হবে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য