Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদড্রাগস সেবনে মৃত্যুর কোলে যুবক, মৃতদেহ উদ্ধার

ড্রাগস সেবনে মৃত্যুর কোলে যুবক, মৃতদেহ উদ্ধার

কল্যানপুরে ড্রাগাসক্ত যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনা, খোয়াই জেলার কল্যাণপুর থানাধীন বাজার কলোনী এলাকায় বুধবার। মৃত যুবকের নাম আকাশ দাস। জানা যায়, ড্রাগাসক্ত এক যুবক মৃত্যুর কোলে ঢলে পড়ে, ওই যুবকের মৃতদেহ উদ্ধার কল্যাণপুর বাজার কলোনী এলাকায় বুধবার। মৃত যুবকের নাম আকাশ দাস (বয়স ২০) পিতা – পিন্টু দাস, বাড়ি – কল্যানপুর বাজার কলোনী। বুধবার দিন আকাশের মা আকাশকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে খুঁজতে বাড়ির পার্শ্ববর্তী একটি শৌচালয়ে দেখতে পায় সে মৃত অবস্থায় বসে রয়েছে। পরবর্তীতে তার মার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে এলাকার লোকজন এবং খবর দেওয়া হয় কল্যাণপুর থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে কল্যানপুর থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে এবং দেখতে পায় আকাশের মৃতদেহের সঙ্গে ২ টি ড্রাগসের কোটা, পুলিশ মৃতদেহ সমেত ওই ড্রাগসের কৌটুগুলি উদ্ধার করে। ইতিমধ্যেই, কল্যাণপুর থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছেন। এলাকার সূত্রের খবর, আকাশ দাস দীর্ঘদিন ধরেই মরণ নেশার ড্রাগসের করাল গ্রাসে নিমজ্জিত ছিল। তবে কি এই ড্রাগসের অভারডোসের ফলেই তার মৃত্যু হয়েছে, এই রহস্য বেরিয়ে আসবে ময়নাতদন্তের পর।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য