বর্তমান বিজেপি সরকারের আমলে রাজ্যের বিভিন্ন স্থানে গণধর্ষণ, আইনশৃঙ্খলার অবনতি এসব বিষয়কে কেন্দ্র করে এস এফ আই খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগ বুধবার সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল শেষ মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহার কুশপুত্তলিকা দাহ করে খোয়াই সুভাষ পার্ক স্থিত নিপেন চক্রবর্তী এভিনিও চত্বরে। এই বিষয়ে এস এফ আই খোয়াই বিভাগীয় কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে এরা বলেন বর্তমান বিজেপি ও আইপিএফটি জোট সরকারের আমলে বর্তমান সময়ে প্রতিনিয়ত নারী ধর্ষণ, খুন, সন্ত্রাস,গণধর্ষণ বেড়েই চলেছে। দেখা গেছে গত এক মাসে চার থেকে পাঁচটি গণধর্ষণের মতন ঘটনা রাজ্যে ঘটেছে। এরপরও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহার ঘুম ভাঙেনি। কারণ এই ধর্ষণের সাথে যুক্ত রাজ্যের মন্ত্রীপুত্র থেকে শুরু করে পঞ্চায়েত উপপ্রধান, পঞ্চায়েত সদস্যার স্বামী পর্যন্ত যুক্ত রয়েছে তাই সরকার তাদেরকে আড়াল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। রাজ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দোষীদের শাস্তির দাবিতে এই প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয়। এস এফ আই খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় এবং মিছিল শেষে নৃপেন চক্রবর্তী এভিনিউ সংলগ্ন রাস্তার ওপর মুখ্যমন্ত্রী মানিক সাহার কুষপুত্তলিকা পুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।



