তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ী স্থিত ভৈরবটিলা এলাকায় পরিবারের অলক্ষে নিজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো পলাশ রায় (৩৪) নামেএক ব্যক্তি। ঘটনা মংগলবার। ঘটনা স্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। জানা যায়, মংগলবার সকালে তেলিয়ামুড়া গামাইবাড়ী স্থিত ভৈরবটিলা এলাকায় পরিবারের অলক্ষে নিজ বাড়িতে নিজ গলায় ফাঁস দিয়ে অাত্মঘাতি করে । তবে কি কারনে তার এই আত্মহত্যা তা জানা যায়নি। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। এলাকা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তির পরিবারে পারিবারিক ঝামেলা চলছিল। তবে কি এই পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই ব্যক্তি। এই আত্মহত্যার ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে পুলিশি তদন্তের মধ্য দিয়েই। এই আত্মহত্যার খবর চাউর হতেই গোটা এলাকায় এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।



