মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ খোয়াই দুর্গানগর এলাকায় এক ব্যক্তি বাড়ির ছাদে জল দিতে গিয়ে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ছাদ থেকে মাটিতে পড়ে মৃত্যু হয়। ঘটনা বিবরনে জানা যায় খোয়াই দুর্গানগর এলাকার বাসিন্দা মৃত নিশিকান্ত দাসের ছেলে শিপন দাস 55 যিনি একজন খোয়াই ডি ডাব্লিউ এস দপ্তরের কর্মী ছিলেন। মঙ্গলবার সকাল ৯ টা ৩০ মিনিট নাগাদ শিপন দাস নিজ বাড়ির নতুন বিল্ডিং এর ছাদে জল দেবার জন্য উঠেন। ছাদের কিনারে দাঁড়িয়ে থেকে যখন পাইপ দিয়ে জল দিচ্ছিলেন তখনই হঠাৎ উনি পক্ষাগাতে আক্রান্ত হয়ে ছাদের উপর থেকে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। শেষে আহত শিপন দাস কে পরিবারের লোকেরা খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে তখন কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর আহত শিপন দাস কে জিবিতে রেফার করে। জানা যায় রেফার করার কিছু সময় পর জিবি হাসপাতাল এ যাবার পথে শিপন দাসের মৃত্যু হয়। শিপন দাসের মর্মান্তিক মৃত্যুতে দুর্গানগর এলাকায় শোখের ছায়া নেমে আসে।



