বিগত ২৫ তারিখের খাস কল্যাণপুরের নেক্কারজনক গণধর্ষণ কান্ড নিয়ে গত দুইদিন ধরে গোটা কল্যাণপুর এলাকায় এক প্রকার অশান্ত পরিবেশ বিরাজ করছে। একদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তৎপরতা চলছে, অন্যদিকে একাংশ সমাজদ্রোহীরা প্রতিনিয়ত গোটা কল্যাণপুরের পরিবেশকে একপ্রকার বিষিয়ে তোলার চেষ্টা করছে। এবার গোটা এলাকার পরিবেশকে শান্ত এবং নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে কল্যাণপুর থানায় এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। আরক্ষা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত এই প্রশাসনিক সর্বদলীয় বৈঠকে শাসক বিজেপি, বিরোধী সিপিআইএম, কংগ্রেস, আই পি এফ টি এবং তিপ্রা মথা দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক বাক্যে সব দলের প্রতিনিধিরা গোটা এলাকায় যাতে শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় থাকে এবং এর পাশাপাশি এই নেক্কারজনক ধর্ষণের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে প্রশাসন যাতে অনতিবিলম্বে গ্রেফতার করে সেই দাবি জানান।



