তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শুক্রবার তেলিয়ামুড়া নেতাজিনগর স্থিত অশ্বিনীকুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে। প্রদীপ প্রজ্জ্বলন করে এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তাছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উপ-নিয়ামক নিখিল রঞ্জন চক্রবর্তী সহ তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জয়ন্ত কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের এই অনুষ্ঠানে তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ দশ হাজার এক টাকার চেক তুলে দেওয়া হয় বিধায়িকা কল্যাণী রায়ের হাতে। তাছাড়া তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির পক্ষ থেকে বিধায়িকার হাত দিয়ে নব প্রান্তিক অনাথ আশ্রমের হাতে পাঁচ হাজার এক টাকার চেক ও কিছু বস্ত্র তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সমবায় সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে বিগত বছরের আয়-ব্যায়ের বাজেট তুলে ধরা হয়।



