বামুটিয়া বিধানসভায় এমন একটা মানুষও নেই যে সরকারি সুযোগ সুবিধা পায়নি। দলীয় নির্দেশে প্রবাসে বিধায়ক।এই সময় বিধানসভার অন্তর্গত সব গুলি পঞ্চায়েতে ১ দিন করে প্রবাসে থাকবেন ৩ নং বামুটিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণধন দাস।তারই অঙ্গ হিসাবে আজ বামুটিয়া বিধানসভার পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খলাবাড়ী অন অঙ্গন ওয়ারী কেন্দ্রে বুধবার এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ৮ নং বুথে ।বিস্তারিত আলোচনা করেন বিধায়ক কৃষ্ণধন দাস।বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন জনগণ। বিধায়ক জনগণের কথা শুনেন,তাদের দাবি গুলি পূরণ করার আশ্বাস দেন।এবং আগামী ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচন নিয়ে বামুটিয়া বিধানসভায় বিজেপিকে নির্বাচনে জয় যুক্ত করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করেন।



