Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঝড় তুফানে রাবার বাগান ভেঙ্গে তছনছ, ঘটনা চরিলাম আর ডি ব্লকের অন্তর্গত...

ঝড় তুফানে রাবার বাগান ভেঙ্গে তছনছ, ঘটনা চরিলাম আর ডি ব্লকের অন্তর্গত দক্ষিণ চরিলাম রংমালা ধারিয়াতল রামনগর এবং বিশ্রামগঞ্জ পশ্চিম বড়জলা বিশ্রামগঞ্জ গর্জনতলী এবং ননজলা এলাকায়

সোমবার রাতের ঝড় তুফানে রাবার বাগান ভেঙ্গে তছনছ হয়ে যায়। ঘটনা চরিলাম আর ডি ব্লকের অন্তর্গত দক্ষিণ চরিলাম রংমালা ধারিয়াতল রামনগর এবং বিশ্রামগঞ্জ পশ্চিম বড়জলা বিশ্রামগঞ্জ গর্জনতলী এবং ননজলা এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চড়িলামের দীপঙ্কর দত্ত। প্রায় তিন থেকে চার কানি রাবার বাগানের সমস্ত গাছের গোড়া মাটির নিচ থেকে উঠে গিয়েছে। মঙ্গলবার দিন সকাল বেলা দীপঙ্কর দত্ত বাগানে গিয়ে একেবারে কেঁদে ফেলেন। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দীপঙ্কর দত্ত। সরকারের কাছে ক্ষতিপূরণ পাওয়ার আবেদন জানিয়েছেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চরিলামের সঞ্জয় দেবের বাগান কৃষ্ণ মজুমদারের বাগান। পশ্চিম বড় জলায় সবচেয়ে ক্ষতি হয়েছে অভিজিৎ দেবনাথ এর। সোমবারের ঝড় বৃষ্টি তুফান রাবার চাষীদের একেবারে সর্বশান্ত করে দিয়েছে। এই ক্ষতি কবে নাগাদ পুষিয়ে তুলবে রাবার চাষীরা ভেবে পাচ্ছে না। অধিকাংশ রাবার চাষীর রাবার বাগানের গাছগুলো মাত্র কষ দেওয়া শুরু করেছিল। সোমবারের ঝড় বৃষ্টি তুফান একেবারে তাদেরকে পথে বসিয়ে দিয়েছে। সরকারি সাহায্যের আশায় যারা চাতক পাখির মত বসে রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য