জানা যায় গত শনিবার রাতে কালাপানি এলাকায় নুরুল ইসলামের বাড়িতে চুরি করা সময় হাতে নাতে আটক করে এলাকায় চুর বলে পরিচিত সুমন মিয়া কে , তখন চুর কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে হাতে তুলে দেয় এলাকাবাসী আর এই চুর ধরার সময় উপস্থিত ছিলেন একই এলাকার জাকির হোসেন নামের এক কংগ্রেসের কর্মী , জাকির হোসেনের অভিযোগ দীর্ঘ কয়েক বার তার বাড়িতেও চুরি করে সুমন ঘটনার দিন তিনিও উত্তম মাধ্যম দেয় সুমন কে , এই দিকে পুলিশ চুর কে ছেড়ে দেয় থানায় নিয়ে যাওয়ার পর , পরে থানা থেকে ছাড়া পেয়ে গতকাল রাতে জাকির হোসেনের বাড়ি আগুন লাগিয়ে দেয় বলে সুমনের বিরুদ্ধে অভিযোগ করে বাড়ি মালিক জাকির হোসেন,এই নিয়ে সোনামুড়া থানায় মামলা, বেশ কিছু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির মালিকের, এই দিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা যুব কংগ্রেসের সভাপতি কাউসার আহমেদের নেতৃত্বে এক প্রতিদিন দল তারা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানায় তাছাড়া এইদিন উপস্থিত ছিলো প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জ মনির হোসেন করম আলী সহ অন্যান্যরা।



