সমগ্র রাজ্যের পাশাপাশি সোনামুড়াতেও চাকা জাম কর্মসূচি সংঘটিত করল তৃণমূল কংগ্রেস। পেট্রোপণ্য সহ সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আজ রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি সোনামুড়া মহকুমা তেও পালিত হয় কর্মসূচি টি। এদিন সোনামোড়া ব্রীজ চৌমুহনী স্থিত মূল সড়কে এই চাকা জ্যাম কর্মসূচি সংঘটিত করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ইনচার্জ হাবিল মিয়া, যুব তৃণমূল কংগ্রেসর সহ সভাপতি নিল কমল সাহা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দরা, আন্দোলন চলাকালীন সময়ে সুনামুরা থানার ওসি মানিক দেবনাথ এর নেতৃত্বে পুলিশ বাহিনী তাদের গ্রেপ্তার বরনের মধ্য দিয়ে অবরোধ মুক্ত করান।



