Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরাতের আঁধারে দুষ্কৃতিদের দ্বারা ধ্বংস এক হতদরিদ্রের সেগুন গাছ

রাতের আঁধারে দুষ্কৃতিদের দ্বারা ধ্বংস এক হতদরিদ্রের সেগুন গাছ

এক দরিদ্র কৃষকের ৭৮ টি সেগুন গাছ রাতের আঁধারে কেটে দিল দুষ্কৃতকারীরা। ঘটনা শনিবার গভীর রাতে চড়িলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের খামারবাড়ি এলাকায়। রবিবার সকাল বেলা কৃষক দেখতে পেয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন। কৃষকের নাম শীতল সরকার। দুই কানি জায়গায় বাঁশের বেড়া দিয়ে জঙ্গল পরিষ্কার করে 125 টির মত সেগুন গাছ লাগিয়েছিলে, কিন্তু এই উদ্যোগ সহ্য হয়নি এলাকারই কিছু হিংস্র জানোয়ারের…এজন্য তিনি প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করে এক বছর আগে 125 টি সেগুন গাছের চারা লাগিয়েছিলেন শীতল সরকার। তারমধ্যে ৭.৮ টি চারা কেটে দিল দুষ্কৃতিকারীরা। তবে এলাকায় বামপন্থী কর্মী বলে পরিচিত শীতল সরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য