Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরাজনগর পি আর বাড়ি থানার পুলিশের দ্বারা ধ্বংস গাঁজা গাছ

রাজনগর পি আর বাড়ি থানার পুলিশের দ্বারা ধ্বংস গাঁজা গাছ

গাজা চাষের একপ্রকার খাসতালুক বলা যায় বিলোনিয়া মহকুমাধীন রাজনগর ব্লককে। একদিকে যেমন নেশা কারবারিদের স্বর্গ রাজ্য অন্যদিকে গাজা চাষেও বিখ্যাত এই ব্লক। রাজনগর ব্লক বিলোনিয়া মহকুমাধীন হলেও পিআরবাড়ি থানার অধীন ।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করলো রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ। অভিযানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা সহ বনবিভাগের অফিসার ও কর্মীরা। রবিবার সকালে গাঁজা বিরোধী অভিযান চলে রাজনগর পিআর বাড়ি থানার অন্তর্গত মনাই পাথর গ্ৰামে । অভিযানে নেতৃত্ব দেন রাজনগর পিআর বাড়ি থানার ওসি খোকন ঘোষ ।‌ মনাই পাথর গ্ৰামের গভীর জঙ্গলের মধ্যে ফরেস্ট ল্যান্ডের মধ্যে কয়েকটি ফ্লটে গাজা গাছ গুলো লাগানো হয়েছিল । গাঁজা গাছ ধ্বংস করা হলেও মালিক কাউকে আটক করা যায় নি। চার হাজারের উপর গাঁজা গাছ ধ্বংস করা হয় বলে জানান রাজনগর পি আর বাড়ি থানার ওসি খোকন ঘোষ। এছাড়া তিনি আরো জানান আগামী দিনেও নেশা বিরোধী অভিযান চালিয়ে যাবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য