বন্য দাঁতাল হাতির তান্ডব থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য বনদপ্তরের এক বিশেষ উদ্যোগ হাতিদের মধ্যে রেডিও কলার লাগানোর জন্য এক বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করা হয় তেলিয়ামুড়া স্থিত বনদপ্তর এর জেলা কার্যালয়ের কনফারেন্স হলে শুক্রবার।
উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর ধরে তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন বিভিন্ন গ্রাম পাহাড়ের লোকালয়ে অবাদে বন্য দাঁতাল হাতির বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। এমনকি বন্য দাঁতাল হাতির দল লোকালয়ে প্রবেশ করে নষ্ট করে দিচ্ছে ঘরবাড়ি সহ জমির ফসল। হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা ও রয়েছে তেলিয়ামুড়া বনদপ্তরের বিভিন্ন এলাকায়। আর এই হাতির তান্ডব থেকে গ্রাম এবং পাহাড় বাসীদের রক্ষা করার জন্য রেডিও কলার বসানোর উদ্যোগ করেছে বনদপ্তর।তবে হাতি গুলির মধ্যে দুটি হাতিকে নির্দেশ করে রেডিও কলার বসানো প্রক্রিয়া শুরু করার পূর্বে দফায় দফায় বনদপ্তরের কর্মীসহ ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া নিতান্তই প্রয়োজন।শুক্রবার তেলিয়ামুড়া স্থিত জেলা বনদপ্তরের কার্যালয়ে কনফারেন্স হল গৃহে বন কর্মী এবং ভলেন্টিয়ারদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের আধিকারিক সাবির কান্তি দাস সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এ ব্যাপারে বলতে গিয়ে মহকুমার বন আধিকারিক সাবির কান্তি দাস জানান, দুটি হাতীর মধ্যে রেডিও কলার বসানো হবে। যাতে করে হাতিদের মুভমেন্ট চিহ্নিত করা যাবে। এই প্রশিক্ষণ শিবিরের পর ফিল্ডে বনকর্মী এবং ভলেন্টিয়ার দের নিয়ে ফিল্ড প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি জানান।।



