Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদমাটির গাড়ি চাপায় 60 ঊর্ধ্ব এক শুটকি ব্যবসায়ী পা ভেঙ্গে বিজিবিতে স্থানান্তরিত

মাটির গাড়ি চাপায় 60 ঊর্ধ্ব এক শুটকি ব্যবসায়ী পা ভেঙ্গে বিজিবিতে স্থানান্তরিত

বৃহস্পতিবার দুপুর নাগাদ খোয়াই থানাধীন তবলাবাড়ী বাজার সংলগ্ন TR01AB1730 নম্বরের একটি মাটি বহনকারী গাড়ি এক মাছ ব্যবসায়ীর পায়ের উপর দিয়ে চালিয়ে দেয়। এতে ওই মাছ ব্যবসায়ী একটি পা সম্পূর্ণভাবে ভেঙে যায়। গুরুতর আহত ওই মাছ ব্যবসায়ির নাম নিখিল দাস বয়স ৬৩ পিতা-মৃত নিবারণ দাস বাড়ি খোয়াই পূর্ব গনকি এলাকায়। ঘটনার বিবরন দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান আহত নিখিল দাস তবলা বাড়ি বাজারে বাজার শেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল উল্টো দিক থেকে মাটি বাহি উক্ত নম্বরের গাড়িটি ধাক্কা দিয়ে নিখিল দাসের পায়ের উপর দিয়ে চালিয়ে দেয়। এতে ওই মাছ ব্যবসায়ীর একটি পা সম্পূর্ণ ভেঙে যায় সাথে সাথে এলাকার জনগণ ওই আহত নিখিল দাস কে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে খোয়াই জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেদেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পাথর ও মাটি বহনকারী গাড়িগুলি খোয়াই শহরের উপরের রাস্তাগুলিতে যে দৌরাত্মের সঙ্গে রাস্তা অতিক্রম করে এতে সাধারণ পথ চলতি জনগণের এই রাস্তা দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে ওই গাড়িগুলির কারণে। এই মালবাহী গাড়িগুলির দৌরাত্ম বৃদ্ধির বিষয়ে খোয়াই ট্রাফিক ইউনিট সেই রকম কোন ব্যবস্থাও গ্রহণ করছে না। খোয়াইয়ের সাধারণ পথ চলতি জনগণ বড় বড় মালবাহী গাড়ি এবং একাংশ দ্বিচক্রী যান এর দৌরাত্ম বৃদ্ধির কারণে অতিষ্ঠ। এই সড়ক দুর্ঘটনাগুলি বন্ধ করার ক্ষেত্রে খোয়াই ট্রাফিক ইউনিট কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন বলে খোয়াই মহকুমা বাসির মন্তব্য। অন্যথায় সাধারন পথ চলতি জনতা এইসব দুর্ঘটনার স্বীকার হচ্ছে প্রতিনিয়ত। এই বিষয়ে খোয়াই এর আপামোর জনগণের দাবি দ্রুত দুর্ঘটনা এড়ানোর জন্য আগামী দিনে খোয়াই ট্রাফিক ইউনিটকে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করবে না হলে এই ধরনের পথদুর্ঘটনা আটকানো সম্ভব হবে না। এখন দেখার বিষয় এই দুর্ঘটনা এড়ানোর বিষয়ে আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করে পুলিশ প্রশাসন ট্রাফিক বিভাগ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য