গতকাল কুড়ি 10 2022 নয় দফা দাবি ভিত্তিতে কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে এক বিরাট গন অবস্থান সংঘটিত হয় এতে শাসক দলের ভিতে কম্পন ধরে এর পরিপ্রেক্ষিতে গতকাল গভীর রাতে কল্যাণপুর কংগ্রেস ভবনের সমস্ত আসবাবপত্র এবং সাউন্ড সিস্টেম দুষ্কৃতিকারীরা লুটপাট করে নেয় কংগ্রেস ভবনের দজ্জাল ভেঙ্গে এবং এলাকার সমস্ত এলাকায় ফ্যাগ লাগানো হয়েছিল ফ্ল্যাগগুলো তুলে ধ্বংস করে দেয় এর পরিপ্রেক্ষিতে কাজ কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে এক জঙ্গি মিছিল সংঘটিত করে কল্যাণপুর থানায় ঘেরাও কর্মসূচি পালন করা হয় তিন ঘন্টা তারপর পুলিশ আধিকারিকের আশ্বাসে তিন দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করবার আশ্বাসে কংগ্রেসের কর্মসূচি ইতি টানা হয়



