বৃহস্পতিবার ২৭ কল্যাণপুর প্রমোদনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে নয় দফার দাবির ভিত্তিতে এক গনবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- (১) রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা। (২) ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্ৰণ ৷ (৩) বিরোধী দলের কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার। (৪) রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন বন্ধ করা। (৫) প্রকৃত ভাতা প্রাপকদের ভাতার ব্যবস্থা করা। (৬) বিদ্যুৎ, স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রের সরলীকরন। (৭) রেগার শ্রম দিবস, মজুরী বৃদ্ধি করা এবং বেকার সমস্যা সমাধান। (৮) খোয়াই জেলায় সীমান্ত হাট প্রতিষ্ঠা করা। (৯) ভিশন ডকুমেন্টের সমস্ত প্রতিশ্রুতি পুরন করা। এদের গণবস্থান স্থল থেকে বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতৃত্ব বর্তমান রাজ্য সরকারকে একহাত নিয়ে বলেন শুধু পোস্টার আর বিজ্ঞাপন নিয়ে চলছে বর্তমান রাজ্য সরকার। রাজ্যের যেকোনো পঞ্চায়েতে হাত দিলে দেখা যাবে দুর্নীতি শুধু দুর্নীতি, আর টাকার খেলা এই এক নতুন খেলা নিয়ে মেতে উঠেছে বিগত সাড়ে চার বছর ধরে বর্তমান রাজ্য সরকার। এ দিনের গনবস্থানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।



