দুষ্কৃতীরা সাবরুম মহকুমার অন্তর্গত শ্রীনগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন শীতলা বাড়ি এলাকায় মনোজ কুমার নাথের একটি 4 চাকার গাড়ি পুড়িয়ে দিয়েছে।ভোর ৩টার দিকে মনোজ বাইরে গেলে আগুনের ঘটনা নজরে আসে। তার চিৎকার শুনে তার পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজন বেরিয়ে এসে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার ব্রিগেড পৌঁছানোর আগেই এই অগ্নিকাণ্ডে পুরো 4 চাকার গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছুই রক্ষা হয়নি বলে জানা গেছে। কারা এই জঘন্য কাজ করেছে এবং কেন করেছে তা জানা গেলেও এ ধরনের জঘন্য কাজ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।



