Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসাব্রুম সফরে আসেন ভারতে নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার

সাব্রুম সফরে আসেন ভারতে নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার

বিশে অক্টোবর বৃহস্পতি বার 2022 ইং সাব্রুম এর ফেনী নদীর উপর নির্মিত ভারত বাংলা মৈত্রী সেতু- ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে আসেন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মোহাম্মদ। বেলা আনুমানিক 11 টা নাগাদ তিনি সাব্রুমের মৈত্রী সেতুতে পদার্পণ করেন,তার এই সফরকালে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন মোহাম্মদ রেজাউল হক -ফাস্ট সেক্রেটারি এবং আজকের দিনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রোগ্রামের ফাস্ট সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন। মৈত্রী সেতু তে এসে তিনি কথা বলেন BSF এর 96 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট লালা কৃষ্ণকুমার লালের সাথে।এরপর মৈত্রী সেতুর উপরে জিরো পয়েন্টে গিয়ে কথা বলেন বাংলাদেশের ICP র কাজে নিযুক্ত আধিকারিকদের সাথে, এরপর তিনি খতিয়ে দেখেন সাব্রুমে নির্মীয়মান ICP-র নির্মাণকার্য, কথা বলেন বরাত প্রাপ্ত সংস্থার আধিকারিকদের সাথে, বেলা সাড়ে বারোটা নাগাদ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার স্পেশাল ইকোনমিক জোনের ভৌগোলিক অবস্থান খতিয়ে দেখেন,সাব্রুম শহরের বিভিন্ন উন্নয়নমূলক কার্য পরিলক্ষিত করে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অভিমত ব্যক্ত করেন -মৈত্রী সেতু কে কেন্দ্র করে আগামী দিন গোটা উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে বিশাল এক ব্যাবসায়িক সম্ভাবনা রয়েছে যাতে করে উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে সাব্রুম। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বাংলাদেশও এবং স্পেশাল ইকোনমিক জোনের ভৌগোলিক অবস্থান পর্যবেক্ষণ করে তিনি যথেষ্ট সন্তোষ প্রকাশ করেন। তার এই সফরকালে সাব্রুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন ডিসিএম মনোজ প্রভাকর পাল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য