খোয়াই পদ্মবিল ব্লকে রাজ্যের শাসক দল এবং এডিসির শাসক দল ত্রিপুরা মথা দল এর মধ্যে ডেপুটেশন প্রদান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়েছে এই ঘটনায় একজন আরক্ষা কর্মীসহ চার জন অল্পবিস্তারা আহত হয়েছে। ঘটনার বিবরনে জানা যায় বুধবার দুপুরে ত্রিপুরা মথা এবং বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে ডেপুটেশন ছিল এডিসি জোনাল এবং পদ্মবিল ব্লকে। যথারীতি দুইদলের কর্মী সমর্থকরা দুইটি জায়গাতে সমবেত হয়। এডিসি এলাকার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দুই দলের পক্ষ থেকে এই দিন ছিল যথারীতি ত্রিপুরা মথা দলের পক্ষ থেকে ব্লকে ডেপুটেশন প্রদান সেরেছিলেন কিন্তু বিজেপি দলের জনজাতি মোর্চার যে ডেপুটেশন জোনাল অফিসে ছিল সেটা দেওয়া সম্ভব হয়নি। ডেপুটেশন প্রদানের আগেই রাস্তা অবরোধ করে দেওয়া হয় এতে ডেপুটেশন দেওয়াটা সম্ভব হয়নি উপরন্তু একজন আরক্ষা কর্মীসহ চারজন অল্পবিস্তার আহত হয় এরমধ্যে টি এস আর জোয়ান উত্তম দত্ত উপর আঘাতের পরিমাণটা একটু বেশি তাছাড়া বিজেপির জনজাতি মোর্চার তিনজন কর্মী অল্প বিস্তার আহত হয়েছেন। শেষে দুইদলের পক্ষ থেকে ইট বৃষ্টি শুরু হয়, যদিও প্রশাসনের হস্তক্ষেপে ওই সংঘর্ষ বেশিদূর পর্যন্ত এগোয়নি। পরবর্তীতে খোয়াই শুবল সিং ভাইয়া আগরতলা যাবার রাস্তা অবরোধ করে বসে বিক্ষুব্ধরা। এতে রাস্তার দুই পাশে প্রচুর সংখ্যক ছোট বড় যানবাহন আটকে পড়ে। দীর্ঘক্ষণ পর পর্যন্ত এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। দেখা যাচ্ছে 2030 এর ত্রিপুরা বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে খোয়াইসহ সমস্ত রাজ্যে রাজনীতির পারদ উদ্ধ গতিতে বেড়ে চলছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যদিও পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহণ করাতে বড় কিছু ও প্রিয় ঘটনা ঘটেনি।



