Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআসন্ন 2023 এর বিধানসভা নির্বাচনসকে সামনে রেখে খোয়াই জেলার চারটি বিধানসভা কেন্দ্রের...

আসন্ন 2023 এর বিধানসভা নির্বাচনসকে সামনে রেখে খোয়াই জেলার চারটি বিধানসভা কেন্দ্রের বুথ লেভেলের এজেন্ট সহ বি এল এ দের কে নিয়ে এক প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়

ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩ সালে অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে সামনে রেখে শাসকদল ভারতীয় জনতা পার্টি বহু আগে থেকেই নির্বাচনী যুদ্ধে জয়লাভ করার লক্ষ্যে কর্মসূচি হাতে নিয়েছে। একদিকে সাংগঠনিক পরিবর্তন ও পরিবর্ধন অন্যদিকে নির্বাচনের কৌশল তৈরিতে ব্যস্ত।তাই মঙ্গলবার দুপুরে খোয়াই জেলার চারটা বিধানসভা কেন্দ্রের বুথ লেবেল এজেন্ট দের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়, খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বালক বিদ্যালয়ের বি আর সি হলে। উক্ত বৈঠকের সভাপতিত্ত করেন জেলা বিজেপি কমিটির সহ-সভাপতি বীর মোহন দেববর্মা। ২৪ রামচন্দ্র ঘাটের ৪৭নংবুথ, ২৫ খোয়াই এর ৫২নং বুথ,২৬ আশারামবাড়ীর ৪৮নং বুথ এবং ২৭ কল্যাণপুরের ৫৬নং বুথ। এই চার বিধানসভা কেন্দ্রের মোট বুথ সংখ্যা ২০৩ টি। এই বৈঠকে ২০৩ জন বিএলএদের নিয়ে বেলা বারোটায় প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয় । উক্ত প্রশিক্ষণ শিবিরে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি পার্টির ইলেকশন ইনচার্জ বলাই গোস্বামী, জেলা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির কনভেনার সমীর কুমার দাস, কো কনভেনার শিবু দেবনাথ ও মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। এই প্রশিক্ষণ শিবিরে আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ পর্যায়ে বিভিন্ন পদ্ধতি নিয়ে কাজ করার জন্য নেতৃত্ব আলোচনা ব্যক্ত করেন। নির্বাচনের সময় পোলিং স্টেশন গুলিতে কিভাবে কাজ করতে হবে এবং কি করনীয় দলের একজন নিষ্ঠা কর্মী হিসেবে সেই সব বিষয় নিয়ে প্রশিক্ষণ শিবিরে নেতৃত্ব রা আলোচনা করেন। বিধানসভা নির্বাচনে শাসক দলের জয় নিয়ে কোন সন্দেহ নেই এবং শাসকদলের বর্তমান কোন প্রতিপক্ষ রাজনৈতিক দলও নেই বলে নেতৃত্বরা দাবি করেন, আরো বলেন সদ্য উপনির্বাচনে সুরমা কেন্দ্রে ত্রিপুরা মথা সিপিআইএম প্রার্থী দিয়েছে কিন্তু ভোটের ফলাফলে দেখা গেছে সকল অংশের জনগণ ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করেছেন তাই নিষ্ঠার সাথে দলীয় কাজ করবার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখেন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত সমস্ত নেতৃত্বরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য