Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদচাক্কা জ্যামের কর্মসুচি নিয়ে মাঠে নামলো যুব তৃনমুল কংগ্রেস । বিলোনিয়া এক...

চাক্কা জ্যামের কর্মসুচি নিয়ে মাঠে নামলো যুব তৃনমুল কংগ্রেস । বিলোনিয়া এক নং টিলা রাস্তায় মঙ্গলবার দুপুরে্ সংগঠিত হয় এই কর্মসূচি

সিএনজি, পিএনজি, পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সহ মোট পাঁচ দফা দাবিতে চাক্কা জ্যাম কর্মসুচি হয় ‌এই দিন । এই দিনের কর্মসূচিতে যুব তৃনমুল কংগ্রেসের নেতা কর্মী, সমর্থকরা সহ তৃনমুল কংগ্রেসের শাখা সংগঠনের নেতা কর্মী, সমর্থকরা স্লোগান তুলে রাস্তা অবরোধ করে চাক্কা জ্যাম কর্মসুচি সংগঠিত করে। স্তব্দ করে দেয় যানবাহন চলাচল।‌ ছুটে আসে পুলিশ সহ ভিসিএম। কথা বলে তৃনমুল নেতৃত্বের সাথে । রাস্তা থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য বলার পরেও রাজী না হওয়ায় অবরোধ কারীদের আইন মোতাবেক গ্ৰেফতার করে নিয়ে আসে অস্থায়ী জেলে । এরপর ছেড়ে দেওয়া হয় তাদের । এই দিনের কর্মসূচিতে ছিলেন, তৃনমুল কংগ্রেসের নেতা ত্রিদিব দত্ত,প্রশান্ত সেন, কাজল বনিক, যুব নেতা রাহুল চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য