মঙ্গলবার সাব্রুমের রূপাইছড়ি একলব্য মডেল স্কুল পরিদর্শনে জান রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী রাম পদ জামাতিয়া এদিন সাথে ছিলেন বিধায়ক শঙ্কর রায় জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা। সাব্রুমের রুপায় ছুরি একলব্য মডেল স্কুল টি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা হবে সেখানে জনজাতন্ত্রী অংশের 480 জন ছাত্রছাত্রী পড়াশোনা করবে কিন্তু অনেক আগেই এই একলব্য মডেল স্কুলটি নির্মাণের কাজ শুরু হয়েছিল অক্টোবর মাসের মধ্যে কাজ শেষ হবার কথা কিন্তু মঙ্গলবার জনজাতি কল্যাণ মন্ত্রী গিয়ে দেখেন নির্মাণ কাজ এরকমভাবে শেষ হয়নি তাই তিনি রেগে গিয়ে কিভাবে কাজ করতে হয় এবং কত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় সেই বিষয়ে নির নির্মাণ কাজের সাথে যুক্ত ও আধিকারীদের সাথে কথা বলেন এত দেরিতে কাজ শেষ হয়নি তার জন্য তিনি অসন্তুষ্ট হন, এই দিনেই করবুকের আরেকটি একলব্য মডেল স্কুল পরিদর্শন করেন সেখানে সাথে ছিলেন মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা একলব্য মডেল স্কুল পরিদর্শন শেষে তিনি মহকুমা শাসকের অফিসে বসে বৈঠক করেন এবং দ্রুত কাজ সম্পূর্ণ করার বিষয়ে কথা বলেন তিনি।



