Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া এলাকার বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ছোট বড় চুরি ছিনতাই এর ঘটনায় উদ্বেগ...

তেলিয়ামুড়া এলাকার বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ছোট বড় চুরি ছিনতাই এর ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয় জনমানুষে

গোটা রাজ্যের সাথে সাথে তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গা থেকেও প্রায় প্রতিনিয়ত ছোট বড় চুরি সহ ছিনতাইয়ের ঘটনাগুলো উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয় জনমানসে। এরকমই এক ছিনতাইয়ের ঘটনা প্রায় সংগঠিত হতে যাচ্ছিল গতকাল অর্থাৎ রবিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকাতে। যদিও স্থানীয় মানুষের তৎপরতায় আটক হয় ওই ছিনতাইয়ের চেষ্টারত যুবক। জানা যায়, মাইগঙ্গা ঢাকাইয়া পাড়াতে রেশনা দেববর্মা দাস নামে জনৈকা গৃহবধূ রবিবার সন্ধার পরে ঘরে ছিলেন। হঠাৎ করে ওই ছিনতাইবাজ ঘরে ঢুকেই মহিলার গলা থেকে তার স্বর্ণের চেইন ছিনিয়ে নিতে চেষ্টা করে বলে অভিযোগ। মহিলা চিৎকার করতে শুরু করলে স্থানীয় মানুষরা ছুটে আসলে ছিনতাইবাজ তখন দৌড়ে পালাতে থাকে, কিন্তু এলাকার মানুষ সঙ্ঘবদ্ধ ভাবে তাকে আটক করে উত্তম মাধ্যম দেয় এবং তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ওই যুবককে। জানা যায়, আটককৃত ওই যুবকের নাম রাহুল মজুমদার, বাড়ি চাম্পলাই এলাকায়। ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি গাজার প্যাকেট। জানা যায়, ওই যুবক নেশার করাল গ্রাসে আসক্ত, আর এই নেশা করার জন্য টাকার যোগান দিতেই ছিনতাই -এর রাস্তা বেছে নিয়েছে ওই যুবক। যদিও এ যাত্রায় ছিনতাই -এর ঘটনা সংঘটিত হয়নি, কিন্তু যেভাবে নেশার করার গ্রাসে আসক্ত এক যুবক কর্তৃক সন্ধ্যা রাতেই ছিনতাইয়ের চেষ্টা হলো এটা কিন্তু নিঃসন্দেহে আতঙ্কের বিষয়। এ ব্যাপারে প্রশাসন যেন আগামী দিনে সদর্থক ভূমিকা গ্রহণ করে সেই দাবী করছেন গোটা এলাকার মানুষ।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য