কঠোর আইনকে শুকনো কলাপাতা বানিয়ে আসন্ন শ্যামাপূজোর প্রাক্কালে একাংশ পুজো উদ্যোক্তারা জোরপূর্বক গরু বুঝাই গাড়ি সহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছে বলে অভিযোগ। পুজো উদ্যোক্তারা এভাবে জোরপূর্বক চাঁদা আদায় করতে থাকলেও কুম্ভ নিদ্রায় তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ। ঘটনা তেলিয়ামুড়ায় সোমবার হাটবারের দিনে। উল্লেখ্য থাকে,, আসন্ন শ্যামা পুজোকে কেন্দ্র করে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়ার বিভিন্ন পুজো উদ্যোক্তারা শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। কিন্তু তেলিয়ামুড়ার বিভিন্ন পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে আইন ভঙ্গ করে জোরপূর্বক যানবাহন থামিয়ে চাঁদা আদায় করার অভিযোগ তুললেন গরু বুঝাই যানবাহন গুলির যান চালকেরা। অভিযোগ, তেলিয়ামুড়ার চাকমাঘাট বাঁশবাজার, মহারানীপুর কালীবাড়ি রোড সংলগ্ন, নেতাজি নগর কমিউনিটি হল সংলগ্ন, হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট সহ বেশ কিছু জায়গায় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে একাংশ উদ্যোক্তারা। এ প্রসঙ্গে অভিযোগ করে গরু বুঝাই যানবাহন গুলির যান চালকেরা বলেন,, দীর্ঘ প্রায় কুড়ি থেকে ত্রিশ মিনিট যাবত রাস্তার পাশে পুজো উদ্যোক্তারা দাঁড় করিয়ে ত্রিশ হাজার টাকা গরু বহনকারী গাড়ি থেকে দাবি করেন। এ বিষয় নিয়ে গাড়িগুলির মালিকের সঙ্গেও কথা বলেন পূজো উদ্যোক্তারা।
তবে এভাবে প্রকাশ্যে রাস্তার পাশে দাঁড় করিয়ে চাঁদা আদায়ের নামে যান চালকদের উপর জুলুম করা হলেও কুম্ভনিদ্রায় তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষ কোন এক অজ্ঞাত কারণে তেলিয়ামুড়ার বিভিন্ন পুজো উদ্যোক্তাদের চাঁদার জুলুমবাজি নিয়ে কোন প্রকার আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহণ করেনি। তবে এভাবে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তোলার বিষয় সম্পর্কে শারদীয়া দুর্গাপুজোর সময়কাল থেকেই অবগত আছে থানা কর্তৃপক্ষ।।



