আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্রমেই কল্যাণপুরে ঘর গুছিয়ে নিচ্ছে শাসক বিজেপি দল। প্রায় প্রতিদিনই বিজেপি দলের ডাকে কল্যাণপুরের বিভিন্ন জায়গায় সভা সমিতি সহ মিছিলের কাজ চলছে জোড়কদমে। ২৭কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২২নং বুথের গোপালনগর এলাকায় শনিবার সন্ধ্যায় এক সাড়া জাগানো উঠান সভা অনুষ্ঠিত হয়।এই সভার মাধ্যমে ১২পরিবারের ৩২ জন ভোটার সিপিআইএম সহ বিভিন্ন বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে।
এই উঠান সভায় উপস্থিত থেকে নবাগতদের দলীয় পতাকা দিয়ে বিজেপি দলে বরণ করে নেন বিজেপি দলের খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্বরা। এই উঠান সভায় আলোচনা করতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন দীর্ঘ ২৫ বছরের বাম শাসনে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে কল্যাণপুরও বিভিন্নভাবে বঞ্চিত ছিল। বর্তমান সরকারের আমলে কল্যাণপুরের পাহাড় থেকে সমতলে সরকার পরিকল্পনা করে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে পিনাকি দাস চৌধুরী দাবি করেন। আগামী দিনে বিজেপি সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য এখন থেকেই দলীয় কর্মী সমর্থকদের প্রতি সঙ্ঘবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বিধায়ক পিনাকী দাস চৌধুরী। পাশাপাশি এই সময়ের মধ্যে শান্ত ত্রিপুরার পরিবেশকে অশান্ত করে ঘোলা জলে মাছ শিকার করার মত কৌশল অবলম্বন করে বাঁকা পথে সিপিআইএম এবং কংগ্রেস ত্রিপুরা রাজ্যের মধ্যে ক্ষমতার পালাবদলে সচেষ্ট রয়েছে বলে বিধায়ক দাবি করেন, এই বিষয়ে সকলকে সজাগ সতর্ক থাকার জন্য আহ্বান জানান বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এদিনের এই উঠান সভায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী ছাড়াও বিজেপি নেতৃত্ব অসীম দেব রায়, সোমেন গোপ, পূর্ণেন্দু ভট্টাচার্য প্রমুখরা উপস্থিত ছিলেন।।



