ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে ছাত্রীদের নিয়ে এক Menstrual Awareness Camp and Legal Awareness Programme অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুক্রবার। এদিনের এই সচেতনতা মূলক ক্যাম্পে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনার চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, ত্রিপুরা মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন এডভোকেট অস্মিতা বণিক, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর প্রণয় দাস, মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমল কর সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত এদিনের এই সচেতনতামূলক ক্যাম্পের প্রদীপ প্রজ্জলন করে শুভ উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। এদিনের Menstrual Awareness Camp and Legal Awareness Programme -এ ছাত্রীদের শারীরিক সমস্যাগুলি নিয়ে ছাত্রীদের সচেতন করার উদ্দেশ্যে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এদিনের এই ক্যাম্পের মধ্য দিয়ে বিনামূল্যে ছাত্রীদের মধ্যে ন্যাপকিন বিতরণ করা হয়।।



