দলের প্রদেশ সভাপতির দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার সিপাহী জলা জেলা দক্ষিণ অংশের অর্থাৎ সোনামুড়া মহকুমা সফরে এলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন সোনামুড়া টাউন হলে চার মন্ডল এলাকার বিশেষ কার্যকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় কার্যকর্তা সম্মেলন। সম্মেলনে বিপুল সংখ্যায় উপস্থিত কার্যকর্তাদের উদ্দেশ্যে পুষ্প বৃষ্টি করলেন প্রদেশ সভাপতি। এদিন প্রধান বক্তার ভাষণে তিনি কার্যকর্তাদের অক্সিজেন যোগালেন বললেন ২০২৩ বিধানসভা নির্বাচনে সুনামুরা মহকুমার চারটি বিধানসভা আসেনেই পদ্ম ফুটবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তিনি বলেন আমাদের লক্ষ্য স্থির হয়ে গেছে কোন প্রকার প্ররোচনা যেন কার্যকর তারা না পড়ে পাশাপাশি তিনি এও বলেন যদি কোন প্ররোচনাকারি চক্রান্তকারী ভারতীয় জনতা পার্টির কার্যকর তাদের উপর আঘাত হানে তাহলে তাদেরকেও ছাড়া হবে না। এছাড়াও ঐদিন তিনি বলেন রাজ্যের যে সরকার চলছে তার সুফল ভোগ করছেন সমগ্র রাজ্যবাসী কারণ এখন আর কোনো সুযোগ সুবিধা পেতে হলে মিছিলে হাঁটতে হয় না। মানুষ বাড়িতে বসেই সকল সুযোগ সুবিধা ভোগ করছেন। তিনি সামাজিক ভাতা ২০০০ টাকা করা প্রসঙ্গ উল্লেখ করেন বলেন সামাজিক ভাতা ২০০০ টাকা করতে কোন আন্দোলন করতে হয়নি সরকার এমনিতেই সামাজিক ভাতা ২০০০ টাকায় করে দিয়েছে। এদিনের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সম্পাদক কিশোর বর্মন,প্রদেশ মাইনরিটি মোর্চার সভাপতি শাহ আলম, সিপাহীজলা জেলা দক্ষিণাংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। উল্লেখ্য যেদিন বিশাল বাইক রেলির মধ্য দিয়ে প্রদেশ সভাপতি কে স্বাগত জানায় দলের সিপাহী জেলা জেলা দক্ষিণ অংশের যুব নেতৃত্বরা। উল্লেখ্য যেদিন বিভিন্ন মন্ডল থেকে মোট ৭০ পরিবারের ২৫৫ জন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপি পতাকা তলে শামিল হন। নবাগতদের দলে বরণ করে নেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা।



