দলের প্রদেশ সভাপতির দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার সিপাহী জেলা জেলা দক্ষিণ অংশের অর্থাৎ সোনামুড়া মহকুমা সফরে আসছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আগামীকাল সোনামুড়া মহকুমার বিভিন্ন স্থানে দলের কার্যকর্তাদের নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। থাকবেন প্রদেশ বিজেপির প্রভারী তথা সংসদ ডঃ মেশ শর্মা, এবং প্রদেশ বিজেপির সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্রনাথ শর্মা প্রমুখ উপস্থিত থাকবেন। প্রদেশ নেতৃত্বদের সফরকে কেন্দ্র করে এখন মহকুমা কার্যকর তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। লক্ষ্য ২০২৩ বিধানসভা নির্বাচন। নির্বাচনের পূর্বে দলের একনিষ্ঠ কার্যকর্তাদের মনোবল চাঙ্গা করতে এবং সংগঠনকে মজবুত করতে এই সফরসূচি বলে জানা যায়। প্রদেশ সভাপতির সফল এবং কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করান বিজেপি সিপাহী জেলা জেলা দক্ষিণ অংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য। এদিন তিনি উক্ত বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এবং বলেন প্রদেশ সভাপতি এর আগমন এবং বিভিন্ন কর্মসূচি আগামী দিনে সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করতে বাড়তি অক্সিজেন যোগাবে। এতে করে মহকুমার চারটি বিধানসভা আসনে শাসকদলের ফল ভালো হবে তিনি আশা ব্যক্ত করেন।উল্লেখ্য গত ২০১৮ বিধানসভা নির্বাচনে চারটি আসনের মধ্যে ২১ নলছড় বিধানসভা আসনটি বিজেপির দখলে গিয়েছিল। তাই ২০২৩ নির্বাচনে সমতলের এই চারটে বিধানসভা আসন ও যথেষ্ট গুরুত্ব পাবে বলে অভিমত রাজনৈতিক বিদদের।



