Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঅভিনব পদ্ধতি অবলম্বন করে এবার গাঁজা পাচারের পথে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে...

অভিনব পদ্ধতি অবলম্বন করে এবার গাঁজা পাচারের পথে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে বাজেয়াপ্ত পাচারকারী সহ গাঁজা। ঘটনা তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশন এলাকায় মঙ্গলবার।

ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার এস.আই সমরেশ চাকমা জানিয়েছেন, তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে খবর আসে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক মহিলা সন্দেহমূলকভাবে ঘোরাঘুরি করছে। পুলিশ যথারীতি সেই খবরের উপর ভিত্তি করে রেল স্টেশনে পৌঁছায় এবং বিহার রাজ্যের সুনিতা দেবী নামের এক মহিলাকে সন্দেহমূলকভাবে পাকড়াও করে এবং তল্লাশি চালিয়ে মোট চার (৪) প্যাকেটে প্রায় ১০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে। জানা গেছে, গাঁজা গুলো আগরতলার কোন এক জায়গা থেকে রেল যুগে অভিনব পন্থা অবলম্বন করে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে বহিঃ রাজ্য বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এলাকা সূত্রের খবর,, তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশ মোটা অঙ্কের কমিশন বাণিজ্যের মাধ্যমে পাচারকারীদের গাঁজা পাচারে সাহায্য সহযোগিতা করে থাকে অহরহ ভাবে। তবে এলাকা সূত্রে আরও খবর,,তেলিয়ামুড়া থানার পুলিশ গাঁজা পাচারকারীদের পাকড়াও করতে তড়িঘড়ি রেলস্টেশন চত্বরে উপস্থিত হলেও জি.আর.পি পুলিশের দেখা মিলেনি রেলস্টেশন চত্বরে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য