লক্ষ্মী পুজোর দিনে ও কালীপূজোর আগে মহকুমা শাসকের আদেশক্রমে শব্দবাজি বিরোধী অভিযানে নেমে তেলিয়ামুড়ার ডি.সি.এম অঞ্জন দে’র নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ বিপুল পরিমাণ শব্দ বাজি বাজেয়াপ্ত করে তেলিয়ামুড়া বাজার এলাকার বিভিন্ন স্থান থেকে। এদিনের অভিযানের নেতৃত্ব ছিলেন তেলিয়ামুড়ার ডি.সি.এম অঞ্জন দে সহ তেলিয়ামুড়া থানার পি.এস.আই রণব্রত ঘোষ সহ বিশাল পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলসের জত্তয়ানেরা। এদিন তেলিয়ামুড়া বাজার এলাকার বিভিন্ন দোকানে হানাদারি চালিয়ে বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়।
ডি.সি.এম অঞ্জন দে জানিয়েছেন,, আগামী দিনে এ ধরনের অভিযান জারি থাকবে।



