শনিবার দুপুরে খোয়াই পহর মুরা স্থিত বলাকা কমিউনিটি হলের সামনে পুলিশের নাকা তল্লাশী করার সময় একটি মিনি ট্রাক TRO1AQ1942 গাড়িটির নিচে গোপন কক্ষ থেকে 16 প্যাকেটে 69 কেজি গাঁজা উদ্ধার করে। যদিও টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যায়। পুলিশ জানায় এ গাড়িটি আগরতলা হয়ে খোয়াইয়ের উপর দিয়ে কমলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তখন খোয়াই পহর মুরা বলাকা কমিউনিটি হলের সামনে নাকা তল্লাশীতে পুলিশ গাড়িটি কে দাঁড় করিয়ে কাগজপত্র দেখতে থাকেন তখন চালক বার বারই পুলিশকে প্রশ্ন করতে থাকে খালি গাড়ি কেন তল্লাশি করছেন চালকের এহেন কোথায় পুলিশের সন্দেহ হয় তখন গাড়িটির নিচের দিকে তল্লাশি করতেই গোপন কক্ষের সন্ধান পান পুলিশ তখন তল্লাশি চালালে গাজার প্যাকেট গুলি দেখতে পান পুলিশ। পুলিশের তল্লাশি করতে দেখে সেই সময় পালিয়ে যায় গাড়ির চালক। এই তল্লাশিতে নেতৃত্ব ছিলেন খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি দেবাশীষ সাহা সহ অন্যান্য পুলিশকর্মীরা। এই গাজা উদ্ধারের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আধিকারিক রাজিব সূত্রধর ও খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া গিয়ে উপস্থিত হন এবং গাঁজাসহ গাড়িটিকে খোয়াই থানায় নিয়ে আসেন এই বিষয়ে পুলিশ একটি এন ডি পি এস মামলা গ্রহণ করেন।



