Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করল এডিসি ভিলেজ ধনিরামপুরের জনগণ

পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করল এডিসি ভিলেজ ধনিরামপুরের জনগণ

দীর্ঘ এক মাস ধরে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করল এডিসি ভিলেজ ধনিরামপুরের জনগণ।ঘটনা,শনিবার সকাল ১০ টার পর থেকে।ধনীরামপুর দুইটি স্থানে দীর্ঘ একমাস ধরে পানীয় জলের সংকট ছিল। বহু আলাপ আলোচনা করার পরও কিন্তু ব্লক প্রশাসন, ডিডাব্লিউএস দপ্তর কোন উদ্যোগ গ্রহণ করেনি। শুধু প্রতিশ্রুতিই একমাত্র ভরসা।কিন্তু দুটি স্থানের শতাধিক পরিবার তৃষ্ণা নিবারণের জন্য পানীয় জল হিসেবে কৃষি জমির জল বা বর্ষার জল অথবা ছড়া, নালা,পাষাণ ঘামানোর জল পান করে নানা জলবাহিত রোগের শিকার হচ্ছেছিল। এই অবস্থায় মানুষ ক্ষুব্ধ হয়ে আজকেই সকাল সাড়ে নটার পরে শুরু করে বাইপাস সড়কের উপর গাছের ডালাপালা কেটে রাস্তা অবরোধ। এতে করে সোনামুড়া টু বক্সনগর সড়ক পথে দুপুর দের টা অব্দি চলে অবরোধ।অবরোধের ফলে দুদিকের বহু গাড়ির ভির জমে যায়।কষ্ট ভোগ করে দীর্ঘ সময় ধরে যাত্রী সাধারণ।খবরপেয়ে ঘটনাস্থলে হাজির হয় সোনামুড়া এডিএম অফিসের পক্ষ থেকে রেভিনিউ ইন্সপেক্টর অপরদিকে সোনামুড়া থানার পুলিশ আধিকারিক সহ পুলিশ ও ডি এস আর জোয়ানরা।অন্যদিকে বক্সনগর ব্লক ৫০ সমিতি চেয়ারম্যান সহ অন্যান্য শাসক দলের জনপ্রতিনিধিরা ছুটে আসেন।দীর্ঘক্ষণ আলোচনার পর শুরু হয়।তার মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় আজকেই ওয়াটার সাপ্লাইর পাইপলাইন সংস্কার করে দেওয়া হবে। আগামী দিন থেকে জলের সমস্যা থাকবে না।এই ঘটনারর পরিপ্রেক্ষিতে বুঝা গেল জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামী শেষ কথা।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য