Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশুক্রবার সন্ধ্যায় খোয়াই বারবিল স্টেডিয়াম থেকে রক্তাক্ত অবস্থায়এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

শুক্রবার সন্ধ্যায় খোয়াই বারবিল স্টেডিয়াম থেকে রক্তাক্ত অবস্থায়এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

শুক্রবার সন্ধ্যায় খোয়াই বারবিল স্টেডিয়ামের একটি স্যাড ঘরের বারান্দা থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যায় খোয়াই বারবিল স্টেডিয়ামের স্যাড ঘরের বারান্দার মধ্যে এই ব্যক্তির মৃতদহ রক্তাক্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। জানা গেছে মৃত ব্যক্তির নাম দয়াল দেব ৩৫ বাড়ি বারবিল গ্রামেই।
ঘটনার বিবরন দিয়ে পরিবারের লোক যানায় যে বারবিল গ্রামেরই বাসিন্দা দয়াল দেবকে বিকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। শেষে পরিবারের লোকজন বারবিল স্টেডিয়ামের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে সেই সময় স্টেডিয়ামের শ্যাড ঘরের বারান্দার মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। সাথে সাথে খোয়াই থানায় ঘটনাটি জানানো হয়।খবর পেয়ে তরিঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই থানার পুলিশ। পুলিশ মৃতার দেহে পরীক্ষা করে কোন অস্ত্রের আঘাতের চিহ্ন পায়নি কিন্তু মুখের মধ্যে রক্তক্ষরণ দেখতে পায়।মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। শনিবার ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে মৃতার পরিবারের হাতে। এই বিষয়ে খোয়াই থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে পরিবার সূত্রে সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে লিভার জনিত সমস্যায় অনেকদিন ধরে ভুগছিলেন মৃত দয়াল দেব। পাশাপাশি প্রায় সময়ই নাকি আকন্ঠ মদ্যপান করেতন। ফলে অধিকাংশ দিনই বাড়ির বাইরে রাত্রি যাপন করতেন মদ মত্ততার কারণে। এখন দেখার বিষয় আদৌ কি শারিরিক অসুস্থতা এবং আকন্ঠ মদ্যপানে ফলে মৃত্যু হয়েছে নাকি অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট কি বেড়িয়ে আসে বলে ধারণা করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য