Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকাঠালিয়া সিপিআইএম অঞ্চল সম্পাদক কৌশিক চন্দের বাড়িতে পরিদর্শনে আসেন বিধায়ক ভানুলাল সাহার...

কাঠালিয়া সিপিআইএম অঞ্চল সম্পাদক কৌশিক চন্দের বাড়িতে পরিদর্শনে আসেন বিধায়ক ভানুলাল সাহার নেতৃত্বে বিধায়কদের একটি টিম

আজ শারদ উৎসবের মহা সপ্তমী,বামপন্থী বিধায়ক ভানুলাল সাহার নেতৃত্বে অন্যান্য বিধায়ক এর একটি টিম সহ সোনামুড়া মহকুমার নেতৃত্ব সহ কাঠালিয়া সিপিআইএম অঞ্চল সম্পাদক কৌশিক চন্দের বাড়িতে পরিদর্শনে আসেন সকাল ১১ টায়। উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর রাতে কৌশিকের বাড়িতে গভীর রাতে হামলা চালায় শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ করেন কৌশিক বাবু ও তার স্ত্রী। আরো অভিযোগ ছিল কৌশিকের স্ত্রী স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। রাতে অন্ধকারে ঘরে ঢুকে অনেক মালামাল ভাঙচুর করে।আজকে বিধায়কের টিমে ছিলেন শহীদ চৌধুরী, শ্যামল চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক তপন দাস, সিপিআইএম মহকুমা সম্পাদক রতন সাহা, সম্পাদক মন্ডলী সদস্য আব্দুল করিম, নকুল মল্ল, এছাড়া রাজ্য কমিটির সদস্য শামসুল হক ও সুরেশ দাস সহ অন্যান্য নেতৃত্বরা।বামপন্থীদের আসার পর আক্রান্ত পরিবারের সাথে কথা বলেন, কান্নায় ভেঙ্গে পড়েন কৌশিক চন্দের স্ত্রী।সবাই তাদেরকে সহানুভূতি জানান এবং শারদ উৎসব উপলক্ষে সামান্য আর্থিক সাহায্য ও নতুন বস্ত্র হাতে তুলে দেন।সংবাদ কর্মীর সাক্ষাৎকারে বিধায়ক ভানু লাল সাহা জানান,কৌশিক দুষ্কৃতীদের আচ পেয়ে বিকল্প দরজা দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। তাদের অভিযোগ কৌশিকে প্রাণ নাশের পরিকল্পনা ছিল। প্রতিনিধি দল আরো জানান কৌশিকের বাড়িতে আঠারো সেপ্টেম্বর সহ ১৬ বার তার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য