Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশারদীয়ার আনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে প্রদেশ তৃণমূল কংগ্রেসের বস্ত্র বিতরণ অনুষ্ঠান

শারদীয়ার আনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে প্রদেশ তৃণমূল কংগ্রেসের বস্ত্র বিতরণ অনুষ্ঠান

বাঙ্গালির শারদীয় উৎসবকে কেন্দ্র করে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের সঙ্গে শারদীয়ার আনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগ। বৃহস্পতিবার প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন শারদীয়া উৎসবকে সামনে রেখে খোয়াই জেলা তৃণমূল কংগ্রেসের তেলিয়ামুড়া টেলিফোন এক্সচেঞ্জ চৌমুহনী স্থিত কার্যালয়ে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব, উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী পান্না দেব, তেলিয়ামুড়ার তৃণমূল নেতা সুধীর সরকার ও TMCP ছাত্র নেতা জয় দাস সহ অন্যান্যরা। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোট ১৫০ জন গরিব এবং সমাজের পিছিয়ে পরা মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। অন্যদিকে এই বস্ত্র বিতরণের অনুষ্ঠানের মধ্যেই বিজেপি দলের এক সক্রিয় কার্যকর্তা বিজেপি দলের হাত ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করে। নবাগত ওই কার্যকর্তাকে দলে বরণ করে নেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। তাছাড়া এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান’কে কেন্দ্র করে তেলিয়ামুড়া টেলিফোন এক্সচেঞ্জ স্থিত এলাকাটি করা নিরাপত্তা বেষ্টনীর ঘেরা টুপের মধ্য দিয়ে এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য