Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসি.পি.আই.এম তেলিয়ামুড়া মহকুমা কমিটির অন্তর্গত পার্টির কৃষ্ণপুর অঞ্চলে তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা...

সি.পি.আই.এম তেলিয়ামুড়া মহকুমা কমিটির অন্তর্গত পার্টির কৃষ্ণপুর অঞ্চলে তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নয়নপুরে দলীয় কর্মী সমর্থক’রা ওই বিধানসভা কেন্দ্রে মিছিল সংঘটিত করল

তেলিয়ামুড়া মহকুমার সি.পি.আই.এম তেলিয়ামুড়া মহকুমা কমিটির অন্তর্গত পার্টির কৃষ্ণপুর অঞ্চলে তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নয়নপুরে দলীয় কর্মী সমর্থক’রা ওই বিধানসভা কেন্দ্রে মিছিল সংঘটিত করল।
বৃহস্পতিবার জনসমাবেশের প্রথম মিছিলটি থাপিদয়াল বিদ্যালয়ের স্কুল মাঠ থেকে শুরু হয়ে নয়নপুর বাজারে এসে মিছিল সমাবেশ স্থলে শেষ হয়। অন্যদিকে আরেকটি মিছিল মেড্ডা চৌমুনী থেকে শুরু হয় ঘিলাতলী রাস্তা ধরে নয়নপুর বাজারের সভাস্থলে এসে পৌঁছয়।সভাস্থলে আলোচনা করেন প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, সি.পি.আই.এম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সি.পি.আই.এম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব’রা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য