“সবকা সাথ সবকা বিকাশ” – উন্নয়নমুখী সরকারের নীতি আদর্শে বিশ্বাস রেখে কল্যাণী রায়ের হাত ধরে ১৮ পরিবারের ৩৭ জন ভোটার এক উঠান সভার মধ্য দিয়ে বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে শামিল হয়। উল্লেখ্য থাকে,, মঙ্গলবার সন্ধ্যায় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চালিতাবাড়ী এলাকায় এক উঠান সভার মধ্য দিয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।
এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপি ত্রিপুরা প্রদেশের নেত্রী পাতাল কন্যা জমাতিয়া,তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা।
এদিনের এই যোগদান সভায় আলোচনা করতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় ২৫ বছরের বাম সরকারের তীব্র সমালোচনায় মুখর হন। তিনি বলেন,, পূর্বতন বিধায়িকা তথা বাম আমলের বিধায়িকা গৌরী দাস তেলিয়ামুড়া বাসীর উন্নতিকল্পে তেমন কোন কাজই করতে পারেনি। তাছাড়া তিনি বলেন,, বর্তমান উন্নয়নমুখী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের দাবি মান্যতা দিয়ে তেলিয়ামুড়ায় অত্যাধুনিক সুবিধাযুক্ত মোটর স্ট্যান্ড, বৈদ্যুতিক মহাশ্মশান সহ জনজাতি এলাকার গিরি বাসীদের দাবি মান্যতা দিয়ে কেরলেং এলাকায় সেতু স্থাপন সহ একাধিক উন্নয়নমুখী কার্য সম্পন্ন হয়েছে বর্তমান সরকারের আমলে।।



