রাত পোহালেই রবিবার পাশাপাশি মহালয়ার পূর্ণ লগ্ন, এই পূর্ণ লগ্নের ঠিক আগের দিন শনিবার রাত সাড়ে নয়টায় হঠাৎ করেই সমস্ত খোয়াই শহরটি কুয়াশার চাদরে আবৃত হয়ে গেল। যেন মনে হচ্ছে কার্তিক মাসের কুয়াশা। এই কুয়াশা দেখে খোয়াই বাসি খুবই খুশি কারণ তাদের ধারণা আর বৃষ্টি হবে না গত কিছুদিন ধরে প্রচন্ড বৃষ্টিতে নাজেহাল হয়ে গেছে খোয়াই বাসি। সময়ে অসময়ে বৃষ্টি হচ্ছে চারিদিকে কাদায় মানুষ দিশেহারা এরইমধ্যে শনিবার রাতে খোয়াই শহরের বুকে এমন কুয়াশা পড়তে দেখে আপ্লুত শহরের ব্যবসায়ীবৃন্দরা। অন্যদিকে ব্যাপক পরিমাণে কুয়াশা পড়ার কারণে পরিবেশের গন্ধে শিউলি ফুলের সুবাস পাওয়া যাচ্ছে আর তাতে একটা পুজো পুজো ভাব, পাশাপাশি শীতকালের সেই শীতল হাওয়ার অনুভূতির পরশ লাগছে কুয়াশার সাথে সবার শরীরে বলে মন্তব্য করেন প্রথ চালিত মানুষেরা। এই কুয়াশার দৃশ্য দেখতে খোয়াই সুভাষ পার্কের ব্যবসায়ীরা দোকান ছেড়ে বেরিয়ে আসে প্রকৃতির এই মনোরম দৃশ্য দেখতে। সত্যি যাচ্ছিল এক অপরূপ দৃশ্য



