জানা যায়, শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট TSR ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করে অবৈধ বিলিতি মদ। উদ্ধারকৃত বিলেতি মদের বাজার মূল্য আনুমানিক ৭ হাজার টাকা হতে পারে বলে জানা যায়। যদিও এ ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আটক করতে পারেনি তেলিয়ামুড়া থানার পুলিশ। এই মদবিরোধী অভিযানের নেতৃত্বে থাকা তেলিয়ামুড়া থানার কর্তব্যরত এস আই রানাব্রত ঘোষ জানান, প্রাথমিক তদন্তক্রমে পুলিশ জানতে পারে যে এই অবৈধ বিলিতি মদগুলি যে পরিত্যক্ত দোকান থেকে উদ্ধার করা হয়েছে সেই দোকানটি অঞ্জন দে এবং আশিস দে নামের দু-জনের। বিশ্বস্ত সূত্রের খবর, চাকমাঘাট TSR ক্যাম্প সংলগ্ন এলাকায় একাংশ অবৈধ নেশা বাণিজ্যের পান্ডারা দেদার ভাবে নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এখন এটাই দেখার বিষয় চাকমাঘাট TSR ক্যাম্প সংলগ্ন এলাকায় আগামীদিন এই নেশার রমরমা বাণিজ্যে কে রুখতে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।।



