Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদমেগা স্বাস্থ্য শিবিরের আয়োজনে পাহাড়ি উপজাতি এলাকার মানুষ উপকৃত

মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজনে পাহাড়ি উপজাতি এলাকার মানুষ উপকৃত

দীর্ঘদিন পর উপজাতি এলাকায় এক মেগা স্বাস্থ্যশিবির হওয়ার পরিপ্রেক্ষিতে পাহাড়ি এলাকার উপজাতি অংশের মানুষ যথেষ্ট উপকৃত হয় শুক্রবার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন কে কেন্দ্র করে ‘ সেবাই সংগঠন’ কে পাথেয় করে ‘ সেবা পাক্ষিক ‘ কার্যক্রমের অঙ্গ হিসেবে অল ত্রিপুরা গভর্মেন্ট ডক্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ” মেগা স্পেশালিস্ট হেলথ কেম্প” অনুষ্ঠিত হয় কাঠালিয়া ব্লগ এলাকার থলি বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় হল ঘরে। কর্মসূচি প্রথম পর্বে সম্পৃক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুষ্পুরাণী ভৌমিক, অন্যান্যদের মধ্যে ছিলেন বিএসসি চেয়ারম্যান তপন কুমার ত্রিপুরা, শাসকদলের পক্ষে ছিলেন, বিজেপির ধনপুর মন্ডল সভাপতি বিন্দু দেবনাথ, সিপাহীজলা দক্ষিণাংশের দুই সম্পাদক বিশ্বজিৎ ভৌমিক ও রাজু দেববর্মা। ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন অল ত্রিপুরার ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি রঞ্জিত দেববর্মা, সম্পাদক ডক্টর শংকর চক্রবর্তী । উক্ত ক্যাম্পে বিশ জন চিকিৎসক সহ অন্যান্য সর্বসাকুল্য ৭২ জন স্বাস্থ্যকর্মী এদিন উপস্থিত ছিলেন। তাদের দাবি, পরিষেবা পেয়েছেন সর্বসাকুল্য চারটি ভিলেজ এলাকা থেকে আগত ৬৫০ জন সর্বস্তরের পরিষেবা প্রাপক। এদিন বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবা ও ওষুধপত্র পেয়ে মানুষ খুশি। সংবাদ কর্মীকে কাছে পেয়ে স্বাস্থ্যপরিসেবা নিতে আসা উপজাতি এলাকার মানুষ দারুন ভাবে খুশি হয়ে কেউ কেউ মুখ খুলে বলছেন অর্থের অভাবে পাহাড়ি এলাকার মানুষ উন্নত চিকিৎসার জন্য রাজধানী আগরতলায় যাওয়া সম্ভব হয় না।আজকে হাতের কাছে এত বিপুল পরিমাণ চিকিৎসা কর্মী ও ডাক্তারদেরকে মানুষ খুশিতে আপ্লুত এমনটাই দেখা গেল।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য