Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঢাকি পাড়াতে বিভিন্ন প্রকারের ঢাক গুলিকে নতুনভাবে সাজিয়ে তোলা প্রস্তুতি চলছে জোর...

ঢাকি পাড়াতে বিভিন্ন প্রকারের ঢাক গুলিকে নতুনভাবে সাজিয়ে তোলা প্রস্তুতি চলছে জোর কদমে

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
ঢাকি পাড়ায় ঢাকের টুং-টাং শব্দে এ যেন শারদোৎসবের আগাম প্রস্তুতি। শরতের আকাশে শুভ্র মেঘের ভেলা, কাশবনে কাশের দোলা সেই সঙ্গে ঢাকি পাড়ায় ঢাকের প্রস্তুতি সবকিছু মিলিয়ে মা দুর্গার আগমনী বার্তা বড়ই মধুর। দুর্গোৎসব’কে কেন্দ্র করে ঢাকি পাড়াতে বিভিন্ন প্রকারের ঢাক গুলিকে নতুনভাবে সাজিয়ে তোলা প্রস্তুতি চলছে জোর কদমে। ষষ্ঠি থেকে শুরু হবে ঢাকে কাঠি পড়ার কাজ। মঙ্গলবার তেলিয়ামুড়া শিববাড়ি স্থিত ঢাকিপাড়ায় গিয়ে প্রত্যক্ষ করা গেল ঢাকি বলরাম ঋষি দাস আপন মনে নিজ বাড়িতে ঢাক মেরামতের কাজে ব্যাস্ত। কথা প্রসঙ্গে ঢাকি বলরাম ঋষি দাস জানান, বিগত কয়েক বছর করুণা মহামারির কারণে ঢাকের চাহিদা না থাকলেও এ বছর করণা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে ঢাকের চাহিদা বেড়েছে ঠিকই কিন্তু চাহিদা মতো ঢাকিদের টাকা দিতে নারাজ পুজো উদ্যোক্তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য